লাকসামে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসামে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন উপজেলা পরিষদ চত্বর থেকে মিনি ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়ে লাকসাম বাজার, থানা সড়কসহ বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। ৫ কিলোমিটার দূরত্বের এ ম্যারাথনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। মিনি ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করা। প্রতিযোগিতা চলাকালে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পুরো রাস্তা জুড়ে কাজ করেছেন প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবক, মেডিক্যাল টিম ও থানা পুলিশসহ লাকসাম সিটি রানার গ্রুপের নেতৃবৃন্দ। ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাতুন নাহার, উপজেলা কৃষি অফিসার মো. আল-আমিন,লাকসাম থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্কাউট সদস্য ও শিক্ষকবৃন্দ। ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |