শ্যামনগর বঙ্গবন্ধুর দুইটি ম্যুরাল ভাঙচুর
রবিউল ইসলাম, শ্যামনগর
|
![]() শ্যামনগর বঙ্গবন্ধুর দুইটি ম্যুরাল ভাঙচুর বৃস্থপতিবার (৬ ফেব্র“য়ারি) রাত ৯টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদের সামনে প্রথম ম্যুরালটি ভাঙচুর করা হয়। সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত আরও একটি ম্যুরাল ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ ছাত্ররা শহরের বিভিন্ন সড়কে মিছিল বের করে এবং "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে", "মুজিববাদের কবর দে", "আওয়ামী লীগের কবর দে" ইত্যাদি ¯স্লেগান দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাছুম বিল্লাহ, শরিফুল, মুখ্য সংগঠক আল আমিন র“মন, রাহাত হোসেন ও ইব্রাহিম খলিল এই বিক্ষোভে নেতৃত্ব দেন বলে জানা গেছে। ভাঙচুরের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এ ঘটনায় কেউ আটক হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |