সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ১ যুবকের মৃত্যু আজ বৃহস্পতিবার (০৬) জানুয়ারি সকাল ৯ টা ৩০ মিনিটে চৌহালী উপজেলার এনায়েতপুর আঞ্চলিক মহাসড়কের কেজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম মিয়া টাঙ্গাইল উপজেলার দেলদুয়া থানার বেতরাইল গ্রামের মৃত্যু হাকিম মিয়ার ছেলে। শামীম মিয়া ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার তার স্ত্রী ও ২ ছেলে রয়েছে। এনায়েতপুর থানার এসআই ফরিদ হোসন জানান, শামীম মিয়া তার ছেলের চিকিৎসার জন্য এনায়েতপুর হাসপাতালে সিরিয়াল দেওয়ার জন্য যাচ্ছিলো এমন সময় দ্রুতগামী একটি ব্লকের ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা শামীম মিয়া পড়ে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত শামীম মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |