চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফসলি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন
এম.মতিন, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফসলি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি রাঙ্গুনিয়া সরকারি কলেজ সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে ভুক্তভোগীরা বলেন, " স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি ওই এলাকায় অন্য জায়গা থেকে পাহাড় কেটে এনে মানুষের আবাদী জমি ভরাট করে দখল প্রক্রিয়া চালাচ্ছে। এটি বন্ধ করা জরুরী। " স্থানীয় রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম বলেন, " স্কুল সড়কে প্রতিনিয়ত মাটির ট্রাক চলাচলের কারণে ধুলাবালিতে পরিবেশ দূষণ হচ্ছে। স্কুল চলাকালীন ভারী যানবাহনের কারণে স্কুল শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ বিধ্বংসী এই কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেয়া প্রয়োজন।" সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য নুরুল আজিম, চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন,ভুক্তভোগী জমিরর মালিক মো. কালু মিয়া, মো. মোখলেস, মো. আজম প্রমুখ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |