লাকসামে অটিজম ও এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসামে অটিজম ও এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের নিয়ে আলোচনা ও পুরস্কার বিতরণ প্রধান অতিথি কাউছার হামিদ তার বক্তব্যে বলেন, অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ। তাদের জীবনের গতি পরিবর্তনের জন্য আমাদেরকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। কোন ভাবেই তাদেরকে অবহেলা করা যাবে না। সমাজের আর দশটা শিশুর মতো সুস্থ ও স্বাভাবিক পরিবেশে তাদের বেড়ে ওঠার অধিকার নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-লাকসাম অটিজম ও এনডিডি সেবা কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপি ডা. রায়হানুল ইসলাম, কনসালটেন্ট মেডিসিন ডা. নুর-ই আলম, কনসালটেন্ট সাইকোলজি মো. জসিম উদ্দিন, ক্লিনিকেল স্যোসাল ওয়ার্কার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন, আবৃত্তি, কবিতা, গজল ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা করেন অতিথিরা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |