ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
নেত্রকোণায় নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছেন হত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 10 January, 2025, 11:26 PM

নেত্রকোণায় নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছেন হত্যা

নেত্রকোণায় নিজ বাসা থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, পুলিশ বলছেন হত্যা

নেত্রকোণা শহরের বড় বাজার এলাকায় শোবার ঘরের খাটের নিচ থেকে দীলিপ কুমার রায় (৭১) নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দেহটি উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের ধারণা, দুর্বত্তরা ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে।

দীলিপ রায় বড়বাজার এলাকার বাসিন্দা এবং নেত্রকোণা আবু আব্বাছ কলেজের কৃষি শিক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায়।

এলাকার কয়েকজন বাসিন্দা, থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীলিপ কুমারের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন। তার ছেলে রাজিব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রোক্রেডিড রেগুলেটরি অথরিটি (এমআরএ) উপপরিচালক হিসেবে কর্মরত। দীলিপের স্ত্রী বিভা সাহা গত কয়েক দিন আগে ছেলের বাসায় বেড়াতে যান। আর দীলিপ বাসায় একা ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান তিনি। আজ শুক্রবার সকাল সাতটার দিকে গৃহপরিচালিকা এসে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে চলে যান। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর স্ত্রী বিভা রাণী সাহা ঢাকা থেকে এসে বাসায় পৌঁছে দেখেন ঘরের দরজায় তালাবন্ধ। এ সময় তিনি দীলিপ সাহাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। কিন্তু সেখানে না পেয়ে ভেতরের কক্ষে গিয়ে দেখেন খাটের নিচে রক্তাক্ত দেহ। এ সময় ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে সে সেখান থেকে উদ্ধার করে নেত্রকোণা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎপর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধারসহ বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status