ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
আব্দুল্লাহিল কাইয়ূমের মা এর মৃত্যুতে জাসদের শোক প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 January, 2025, 6:33 PM

আব্দুল্লাহিল কাইয়ূমের মা এর মৃত্যুতে জাসদের শোক প্রকাশ

আব্দুল্লাহিল কাইয়ূমের মা এর মৃত্যুতে জাসদের শোক প্রকাশ

জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে আরা বেগম পম্পিয়া বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১:১৫ টায় রাজশাহীতে বিনোদপুরে তার নিজ বাসভবনে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

তিনি বার্ধক্যজনিত অসুস্থতা ভুগলেও জীবনে শেষ দিন পর্যন্ত ভাই-বোন, দেবর-ননদ, ছেলে-মেয়ে, পুত্রবধু-জামাতা, নাতি-নাতনি, আত্মীয়স্বজনদের সাথে প্রতিদিন ফোনে কথা বলে খবর নেয়াসহ সক্রিয় জীবনযাপন করেছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক পুত্রবধু, চার কন্যা, চার জামাতা, বেশ কয়েকজন নাতি-নাতিনসহ অসংখ্য আত্মীয়-স্বজন-গুণগাহী রেখে গিয়েছেন। ১৯৪২ সালের ১৪ ডিসেম্বর ভোলা জেলায় তার জন্ম। ভোলা জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী, ভোলা পৌরসভার একসময়ের নির্বাচিত মেয়র আলহাজ্ব খোরশেদ আলম এবং দেলোয়ারা বেগম দম্পত্তির তিনি জ্যেষ্ঠ কন্যা। 

তার স্বামী প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আব্দুল লতিফ ৬০ দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে রাজশাহ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগে শিক্ষকতা করেছেন। দেশের প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষা গ্রহণকারী তার দুই পুত্র ও চার কন্যার মধ্যে জ্যেষ্ঠপুত্র আব্দুল্লাহিল কাইয়ুম সার্বক্ষনিক রাজনৈতিক কর্মী, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওজাসদ স্থায়ী কমিটির সদস্য, কনিষ্ঠপুত্র আব্দুল্লাহিল কাফী খুলনা বিশ্ববিদ্যলয়ের সহকারী রেজিস্ট্রার, কন্যা অধ্যাপক ড. দিলশাদ আরা বুলু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক, কন্যা লুৎফুন আরা পিনু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যশোর কেন্দ্রে যুগ্ম পরিচালক, কন্যা আদিবা মেহজাবিন নিতু দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, কন্যা রুদাবা আফরিন নিতু একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দর্শন এবং শিক্ষা ও গবেষণা বিভাগের প্রভাষক হিসাব কয়েক বছর শিক্ষকতা করে স্বেচ্ছায় অবসর নিয়ে ঘরকন্যার কাজে নিবেদিত হয়েছেন। 

মরহুম হোসনে আরা বেগম পম্পিয়ার জানাজার নামাজ আজ ৯ জানুয়ারি ২০২৫ যোহরের নামাজের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় এবং এরপর তাকে রাজশাহী  বিশ্ববিদ্যালয় গোরস্থনে তার প্রয়াত স্বামী ও অকালপ্রয়াত কন্যা ফেরদৌস আরা মিঠুর সমাধির পাশে সমাধিস্থ করা হয়েছে।
জাসদের শোক

এক শোক বার্তায় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইয়ূমের মাতার মৃত্যুতে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status