সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানের ১০ বাংলাদেশে আটক
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সুলতানপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় নারী ও শিশু সহ ১০ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির সদস্যরা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সুলতানপুর বিজিবি ক্যাম্পের আওতায়ধীন পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম(২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি(২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার(২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম(২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম(৩০)। এদের সাথে পাঁচজন শিশু রয়েছে। কলারোয়া থানার ওসি হুমায়ুন কবির ঘটনা নিশ্চিত করেছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |