কমলনগরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চার ডাকাত গ্রেপ্তার
মোঃ এমরান হোসেন,কমলনগর
|
লক্ষ্মীপুরের কমলনগরে প্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলরেন্স ও তোরাবগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-উপজেলার চরপাগলা এলাকার মো. শাহাজানের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহীন আলম, চরলরেন্স এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে মো. জীবন, চরলরেন্স এলাকার সফিক উল্যার ছেলে মো. সোহেল এবং নরসিংদীর মাধবদী উপজেলার আনোয়ার হোসেনের ছেলে মো. শাহীন। শাহীন বৈবাহিক সূত্রে দীর্ঘদিন ধরে কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় বসবাস করছেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |