ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
কমলনগরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চার ডাকাত গ্রেপ্তার
মোঃ এমরান হোসেন,কমলনগর
প্রকাশ: Thursday, 9 January, 2025, 6:29 PM

কমলনগরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চার ডাকাত গ্রেপ্তার

কমলনগরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চার ডাকাত গ্রেপ্তার

লক্ষ্মীপুরের কমলনগরে প্রযুক্তি ব্যবহার করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরলরেন্স ও তোরাবগঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন-উপজেলার চরপাগলা এলাকার মো. শাহাজানের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শাহীন আলম, চরলরেন্স এলাকার আলাউদ্দিন মোল্লার ছেলে মো. জীবন, চরলরেন্স এলাকার সফিক উল্যার ছেলে মো. সোহেল এবং নরসিংদীর মাধবদী উপজেলার আনোয়ার হোসেনের ছেলে মো. শাহীন। শাহীন বৈবাহিক সূত্রে দীর্ঘদিন ধরে কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানান, গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার চরলরেন্স এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেনের বসতঘরে একদল সশস্ত্র ডাকাত হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী শাহিনুর আক্তার পরদিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ লুণ্ঠিত মোবাইল ফোনের আইএমই নম্বররের সূত্র ধরে ডাকাতদের ধরতে চেষ্টা শুরু করেন। এর প্রেক্ষিতে পুলিশ বুধবার রাতে চরলরেন্স বাজার থেকে সোহেলকে গ্রেপ্তারে সক্ষম হন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের অপর তিন সদস্যকে গ্রেপ্তার করা এবং লুণ্ঠিত দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহীন আলম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status