শিক্ষকের বাড়িতে শোকের মাতম
এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৪ জন
মীর আলেয়া পারভীন, ঘাটাইল
|
ভাই আমার ছেলের জন্য দোয়া করিস কাঁদতে কাঁদতে কথা গুলো বললেন নিহত শিক্ষকের ছোট ভাই কম্পিউটার ব্যাবসায়ী মোঃ মামুন সিদ্দিকী। মা নুরুন্নাহার প্রিয় সন্তান আর স্বজনের মৃত্যু সংবাদ শুনে বাকরুদ্ধ হয়ে গেছে। কান্নায় বার বার মুরছা খেয়ে যাচ্ছে তারই ভাই বউ সহকারী শিক্ষক সোমা সিদ্দিকী কাঁদতে কাঁদতে জানান আমার সাথে সর্বশেষ কথা হয় রাত১১টায় তার পর তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়, আমাদের এক আত্মীয় দুর্ঘটনার কথা শুনে হাইওয়ে পুলিশের থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। তারই আত্নীয় মোঃ জাকির হোসেন জানায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত গ্রামের, ভাবনদত্ত সরকারী প্রথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুখ হোসেন সিদ্দিকী বুধবার (৮ জানুয়ারী) রাত ১১টায় ছেলে ভাবদ দত্ত উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনী শিক্ষার্থী মোহাইসান সিদ্দিকী ফুয়াদ(১৪) কে ডাক্তার দেখানো জন্য উপজেলার হামিদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। সাভারের কাছাকাছি পৌঁছালে রাত ৩টায় দ্রতগামী একটি বাস এ্যম্বুলেন্সকে ধাক্কা দিলে গাড়ি থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ঘটনা স্থলে ৪জনের মৃত্য হয়। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে এলকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা হলেন শিক্ষকের স্ত্রী মহসিনা(৩৫) জেইঠাস সীমা খাতুন তার বাড়ি পার্শ্ববর্তী উপজেলা গোপালপুর মাকুল্লা গ্রামে। ঘাটাইল উপজেলা প্রথামিক শক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান আমার খবর পেয়ে সহকর্মীর বাড়িতে এসেছি সমবেদনা জানাতে। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |