ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
অবৈধ গ্যাস সংযোগে সহায়তার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Thursday, 9 January, 2025, 4:47 PM

অবৈধ গ্যাস সংযোগে সহায়তার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধ গ্যাস সংযোগে সহায়তার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ স্থাপন ও ব্যবহারে সহযোগীতার দায়ে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় প্রায় দুইশ বাড়ির তিনশ চুলা-সহ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে গ্যাস সরবরাহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। 

বুধবার (৮জানুয়ারি) দুপুর ১২টা থেকে সন্ধ্যাঅবদি পরিচালিত এক অভিযানে গাজীপুর মহানগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ওই এলাকার এক কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করেন। 

এসময় তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল কার্যালয়ের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক  প্রকৌশলী দেলোয়ার হোসেন, ব্যবস্থাপক মোঃ শামসুর রহমান, উপব্যবস্থাপক শেখ জাবের আল নূরানী, সহকারী প্রকৌশলী হাসান আল ফয়সাল ও রকিব হাসান-সহ সংশ্লীষ্ট আরো অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন।  

অভিযানের একপর্যায়ে প্রকৌশলী দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনায় নির্বাহী মেজিস্ট্রেটের উপস্থিতীতে প্রতিমাসে অভিযান পরিচালনার মাধ্যমে সিস্টেম লস কমানোর আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এধরনের অবৈধ সংযোগের তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত থাকবে। এছারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারো সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধেও ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।"

৫০হাজার টাকা জরিমানা ও অভিযানের সত্যতা নিশ্চিত করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মিল্টন রায় বলেন, "সারাদেশে তিতাস গ্যাস-সহ অন্যান্য কোম্পানির যেসকল অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status