উজিরপুরে প্রাণীসম্পদ অধিদপ্তরে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ: Thursday, 9 January, 2025, 4:45 PM
উজিরপুরে প্রাণীসম্পদ অধিদপ্তরে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত
বরিশালের উজিরপুরে উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন ( ৩য় পর্যায় ) শীর্ষক সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা উপলক্ষে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ জানুয়ারি বুধবার বেলা আড়াই টায় ইউএলডিসি সম্মেলন কক্ষে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে প্র্চুপ্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী অনুষ্ঠানের উদ্ভোধন করেন আইএমইডি পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর ৬ এর মহাপরিচালক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর ৬ এর পরিচালক(যুগ্মসচিব) মোঃ সাইফুর রহমান, উপপরিচালক তাওসীফ রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার ডাঃ শাজাহান খন্দকার, আর্থ সামাজিক বিশেষজ্ঞ শাহ মোঃ আশিকুর রহমান, উজিরপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জেরিন জামান অনি সহ বিভিন্ন খামারি প্রতিনিধি সামাজিক শ্রেণী পেশার মানুষ । এ সময় প্রাণী সম্পদ উন্নয়নে ব্যাপক আলোকপাত করা হয়।