ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগীদের স্বজনদের শাহবাগ ‘ব্লকড’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 January, 2025, 3:03 PM

চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগীদের স্বজনদের শাহবাগ ‘ব্লকড’

চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগীদের স্বজনদের শাহবাগ ‘ব্লকড’

পিলখানা হত্যাকাণ্ডে হওয়া মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি, মামলার পুনঃতদন্ত, ন্যায়বিচার নিশ্চিত, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর শাহবাগ ‘ব্লকড’ করা হয়েছে।

চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা এই ‘ব্লকড’ কর্মসূচি পালন করছেন।

দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শাহবাগ ‘ব্লকড’ করা হয়। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়-সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট।

এর আগে দুপুর একটার দিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু করেন। মিছিল নিয়ে তাঁরা শাহবাগ মোড়ে যান। তাঁদের কেউ কেউ শাহবাগ মোড়ের সড়কে শুয়ে ও বসে পড়েন। অনেকে দাঁড়িয়ে অবস্থান নেন।

পূর্বঘোষণা অনুযায়ী, চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা গতকাল বুধবার সকাল ১০টার দিকে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। পরে সেখান থেকে তাঁরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগের দিকে এলে পুলিশ তাদের আটকে দেয়। পরে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। আর অন্যদের মধ্যে একটি অংশ শাহবাগ থানাসংশ্লিষ্ট সড়কে অবস্থান নেন। আরেকটি অংশ শহীদ মিনারে ফিরে যান।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তর পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। বর্তমানে বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) করা হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status