ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে আওয়ামী নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মোহাম্মদ আলীর মহড়া
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 January, 2025, 6:04 PM

ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে আওয়ামী নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মোহাম্মদ আলীর মহড়া

ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে আওয়ামী নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মোহাম্মদ আলীর মহড়া

গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকায় আওয়ামী নেতাকর্মী নিয়ে বিএনপি নেতা মোহাম্মদ আলীর ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে আধিপত্যের জানান দিতে শোডাউনের (মহড়া) অভিযোগ উঠেছে। এতে ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার ( ৬জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নগরীর ৩৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী এসব অভিযোগে অভিযুক্ত। অভিযোগ রয়েছে মোহাম্মদ আলী আওয়ামী সরকারের আমলে ছাত্রলীগ ও এর সহযোগি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঝুট বাণিজ্য নিয়ন্ত্রণে মরিয়া ছিলেন কৌশলে। তার বিরুদ্ধে অভিযোগ আ'লীগ নেতাকর্মীদের পৃষ্ঠপোষক হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তার।

এর ধারাবাহিকতায় সোমবার (৬জানুয়ারি) সকাল ১০টায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাইনবোর্ড এলাকার বিভিন্ন শিল্প-কারখানার সামনে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীতের নিয়ে মহড়া (শোডাউন) দেন মোহাম্মদ আলী ও তার সহযোগীরা। এতে ওই এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি করেন তিনিসহ মহড়াকারীরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় এলাকাবাসী জানায়, মোহাম্মদ আলী গত কয়েকদিন ধরে ইন্টারস্টপ, নর্প ও রিয়াজ গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে চিহ্নিত ছাত্রলীগ, শ্রমিকলীগ ও আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় ভীতিকর অবস্থার সৃষ্টি করে আসছেন। এমন আতঙ্ক থেকে পরিত্রাণ চান স্থানীয়রা।

এ বিষয়ে গাছা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এএসএম নাইম-সহ অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দদের সাথে কথা বলেও জানা যায়, তিনি আ'লীগ নেতাদের সাথে ৭০/৩০ ভাগ শেয়ারে ব্যবসায়িক রফাদফা করে চালিয়ে যাচ্ছেন বাণিজ্য। এর ধরাবাহিকতায় আধিপত্যের জানান দিতেই তিনি মাঝেমধ্যে মহড়া দিয়ে থাকেন।

তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলীর মুঠোফোনে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বিকার করেন। তিনি বলেন, "প্রতিপক্ষ গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক কামালউদ্দিন আমার বাণিজ্য দখলে এর আগে আ'লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মহড়া দিয়েছে। এর ধারাবাহিকতায় সোমবারও তাদের মহড়া দেয়ার সংবাদ পাই। এর প্রেক্ষিতে প্রতিপক্ষের মহড়া বানচাল করতেই আমরা বিএনপির নেতাকর্মীদের নিয়ে মাঠে সড়ব ছিলাম। তিনি বলেন আওয়ামীলীগ সরকারের আমলে আমি সবচেয়ে মামলা হামলার শিকার হয়েছি।"

তবে এ বিষয়ে জানতে বিএনপি নেতা কামালউদ্দিনের মুঠোফোনে মঙ্গলবার রাতে একাধিকবার কল করলে তিনি কল রিসিভড করেননি। বুধবার (৮জানুয়ারি) সকালে একাধিকবার কল করলেও তার মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার মুঠোফোনে বলেন, "মহড়া দেয়া সম্পূর্ন নিষেধ রয়েছে দলীয় সিদ্ধান্তে। এমন অভিযোগ প্রমানিত হলে স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে।"

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status