৭ বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
|
লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়ালন্ডন পৌঁছেছেন খালেদা জিয়াউন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার বিকাল ২টা ৫৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। পৌঁছানোর পর পরই খালেদা জিয়াকে রিসিভ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমান। এ সময় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আনন্দঘন পরিবেশ তৈরি হয়। তারেক রহমানের পর খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মা-ছেলের ছবি। পৌঁছানোর পর বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান। বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তাঁর আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি। এদিকে বিএনপি লন্ডন শাখা থেকে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশী নেতাকর্মীদের সমবেত না হওয়ার অনুরোধ করা হয়েছে। তবে একাধিক নেতা জানিয়েছেন, অনুরোধ করার পরও কিছু নেতাকর্মী খালেদা জিয়াকে একনজর দেখতে বিমানবন্দরে গেছেন। লন্ডনে প্রচণ্ড ঠান্ডার মধ্যেই বিমানবন্দরের বাইরে অপেক্ষায় আছেন তারা। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, বিএনপি চেয়ারপারসনকে হিথরো বিমানবন্দর থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |