গাজীপুরে ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের লাশ উত্তোলন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহত এক শিক্ষার্থীর লাশ উত্তোলন করা হয়েছে কবর থেকে। বুধবার (৮জানুয়ারি) সকাল ১০টায় মহানগরীর গাছা মেট্রো থানার গাছা সড়কের কুনিয়া মির্জাবাড়ী সড়কের পাশে কুনিয়া উত্তরপাড়া ওয়াকফ স্টেট কবরস্থান থেকে নিহতের লাশ উত্তোলোন শুরু করা হয়। এসময় স্থানীয় উৎসুক জনতার ভিড় সামলাতে হিমশিমে পড়তে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |