'আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি'
নতুন সময় ডেস্ক
|
দেশের সামাজিক মাধ্যমে এখন অন্যতম চর্চিত নাম তাহসান ও রোজা আহমেদ। যারা সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিবাহ পরবর্তী সময়ে প্রথমবারের মতো কথাও বললেন তাহসান। বিয়ে নিয়ে তার ভাষ্য, বিয়ে জীবনেরই একটি অংশ। সোমবার রাতে একটি গান প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেশের আলোচিত অভিনেতা ও গায়ক। সেখানেই বিয়ে নিয়ে নানা সমালোচনা-বিতর্কের জবাবে ঠান্ডা মাথায় তাহসানসুলভ উত্তরই দিতে দেখা গেল অভিনেতাকে। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তাহসান বললেন, ‘আমাদের দেশের মানুষের মধ্যে রসবোধটা একটু বেশি। এছাড়া আমরা জাতিগতভাবে একটু বেশি বিচারকধর্মী। কিছু মানুষ আছেন যারা সব সময় চুলচেরা বিশ্লেষণ নিয়ে একটু বেশি ব্যস্ত থাকেন। এটা উচিত না। এসব বিষয় মাথায় রাখলে এগিয়ে যাওয়া কঠিন।’ তাহসান এখানে নিজের বিয়ে প্রসঙ্গে বেশি কথা না বললেও বিষয়টি এড়িয়ে যাননি মোটেও। এমনকি জানিয়েছেন বিয়ে লুকানোর জিনিস নয়। বিয়ের পরের অনুভূতি জানতে চাইলে শুধুই হাসলেন দেশের অন্যতম জনপ্রিয় এই গায়ক। বললেন, ‘আমি অন্য আর দশজন মানুষের মতোই। বিয়ে হলো আমার ব্যক্তিগত জীবনের একটা অংশ। আর্টিস্ট হিসেবে মানুষ আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কিছু জানতে চায় তাই বিয়ের মতো এত বড় একটি বিষয় লুকিয়ে রাখতে চাইনি। এর বাইরে আমার কিছু বলার নেই।’ এদিন প্রকাশ পেয়েছে তাহসান খান ও সিঁথি সাহার গান ‘একা ঘর আমার’। বিরহ ধাঁচের গানটি লিখেছেন তাহসান নিজেই। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। অনুষ্ঠানে উপস্থিত থেকে নিজ হাতে অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন তাহসান। সঙ্গে ছিলেন সিঁথি সাহা, সাজিদ সরকারসহ আরও অনেকে। গান প্রসঙ্গে তাহসান বলেন, ‘সাত থেকে আট মাসে আগেই গানটি লেখা। একটা মানুষের প্রেমে পড়ে গেলে সেই মানুষটার প্রতি অনেক প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ না হলে মানুষের কষ্ট অনেক বেশি হয়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা আপনাকে কষ্ট দিচ্ছে আর আপনি সেই কষ্টটা পুষে রাখছেন। বলতে গেলে একটা মানুষকে ভালোবাসি আবার সেই মানুষটাকে ঘৃণাও করি এমন চিন্তা থেকেই এই গানটি মাথায় এসেছে। সত্যি বলতে গত ২০-২২ বছর ধরে অনেক ধরনের গান করেছি কিন্তু বিরহের গানের জন্যই দর্শকের বেশি ভালোবাসা পেয়েছি। এবারও তাই হলো।’ এদিকে, মধুচন্দ্রিমাও উদযাপন করতে গিয়েছেন তারা। গতকাল সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |