বসন্তের আগেই ফুল ফুটেছে মধুমিতার লুকে
নতুন সময় ডেস্ক
|
অভিনেত্রী মধুমিতা সরকার নিজের পোশাকে ফুটিয়েছেন ১০ হাজার রঙ-বেরঙের গোলাপ, গণমাধ্যমে বলেছেন, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত! বসন্তের আনন্দে তিনি হাজির হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজের শখ মেটাতে মধুমিতা নিজেই ফুলের বাজারে গিয়ে গোলাপ বেছে নিয়েছেন এবং পছন্দের পোশাক ডিজাইন করেছেন। পোশাকটির ডিজাইন তিনি এক পোশাকশিল্পী বান্ধবীকে দিয়ে তৈরি করিয়েছেন। মধুমিতা জানান, পোশাকটি তৈরি করতে কিছু খুঁত ছিল, তবে সেটি তার খুশিতে ভাটা বসাতে পারেনি। পদপিষ্ট হওয়ার এক মাস পার আহতকে দেখতে হাসপাতালে অল্লু অর্জুনপদপিষ্ট হওয়ার এক মাস পার আহতকে দেখতে হাসপাতালে অল্লু অর্জুন চেয়েছিলেন, পোশাকের কোনও অংশ দেখা যাবে না। শুধুই ফুল থাকবে। পোশাক তৈরির সময় দেখা গিয়েছে, সেটা করলে খুব ভাল দেখাবে না। পোশাকের পাশাপাশি ফুল ফুটেছে তাঁর গয়নায়, চুলেও। মধুমিতা আরও বলেন, বিয়ে হলে আমি নিজের ডিজাইন করা পোশাকেই সাজব, তবে আগে দিনক্ষণ ঠিক হোক। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |