ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
পিএসসিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 January, 2025, 9:21 PM

পিএসসিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

পিএসসিতে নাশকতা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর আগারগাঁওর সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড এক যুবককে আটক করা হয়েছে। তিনি নাশকতা ঘটাতে পিএসসিতে এসেছিলেন বলে অভিযোগ করছেন পিএসসির কর্মকর্তারা। তারা বলছেন, আগুন লাগানোর উদ্দেশ্যে ওই যুবক পিএসসিতে প্রবেশ করেছিলেন। তাকে হাতেনাতে কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান থেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পিএসসি কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে ওই যুবককে আটক করেন নিরাপত্তকর্মীরা। পরে তাকে শেরেবাংলানগর থানায় হস্তান্তর করা হয়। আটক যুবকের নাম আল আমিন (৩৯)।

অভিযুক্ত আল আমিন ঢাকার কাফরুলের ইব্রাহিমপুরে থাকেন।

এ ঘটনায় পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার, নিরাপত্তাকর্মীসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার নির্দেশ দেন যেন কেউ কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে।
 
পিএসসির কর্মকর্তারা জানান, কমিশন সচিবালয়ের  আন্ডারগ্রাউন্ডের গ্যারেজের ভেতরে একজন বহিরাগত প্রবেশ করে বিদ্যুতের মোটা তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করেন। এ সময়  নিরাপত্তাকর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়।

পরে তিনি চোর চোর বলে চিৎকার করলে প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তি এসে তাকে আটক করেন। আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাতপরিচয় এই ব্যক্তি সচিবালয় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশ্যে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছেন। কারণ সে বিদ্যুৎ প্রবাহিত তার কাটছিলেন, অর্থাৎ যা বিনষ্ট করে অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব।

কমিশন বলছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যসহ চলমান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী এবং নিয়োগপ্রাপ্ত পরীক্ষার্থীদের ডাটা বিনষ্ট করার প্রয়াসে এ ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হতে পারে। কারণ এখানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নষ্ট করা গেলে অনেক নিয়োগপ্রাপ্ত বা পদোন্নতি প্রাপ্ত প্রার্থীদের বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status