ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
গোমস্তাপুরে ডাকাত গ্রুপের সদস্য গ্রেপ্তার, ছেলের হুমকিতে উত্তেজনা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 January, 2025, 4:38 PM

গোমস্তাপুরে ডাকাত গ্রুপের সদস্য গ্রেপ্তার, ছেলের হুমকিতে উত্তেজনা!

গোমস্তাপুরে ডাকাত গ্রুপের সদস্য গ্রেপ্তার, ছেলের হুমকিতে উত্তেজনা!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এলাকাবাসীর সহায়তায় ডাকাত গ্রুপের একজন সদস্যকে পুলিশের হাতে সোপর্দ করার পর তার ছেলে থানার সরকারি নম্বরে ফোন দিয়ে থানাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ডাকাত সদস্যের নাম তরিকুল ইসলাম (৪৫), তিনি আড়গাড়া ধুমপাড়া গ্রামের মৃত দানেশ আলির ছেলে। তরিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মোছাঃ হালিমা বেগম। এলাকাবাসী তরিকুলকে আটকের পর পুলিশের হাতে তুলে দেন।

থানায় হুমকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার

তরিকুল গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণের মধ্যেই তার ছেলে থানার ল্যান্ডলাইনে ফোন করে থানা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই হুমকির পর থেকে থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হুমকিদাতাকে শনাক্ত করার জন্য প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এলাকায় ডাকাত গ্রুপের দাপট ও স্থানীয়দের ভূমিকা

স্থানীয় সূত্র জানায়, তরিকুল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার নেতৃত্বে একটি সক্রিয় ডাকাত গ্রুপ কাজ করছে। তবে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয়।

মামলা ও পরবর্তী ব্যবস্থা

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, তরিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার ছেলের হুমকির ঘটনায়ও পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া, তার ডাকাত গ্রুপের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রশাসনের সতর্ক অবস্থান

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্থানীয় জনগণকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং যে কোনো ধরনের অপরাধমূলক তৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এ ঘটনায় গোমস্তাপুরবাসী ক্ষুব্ধ হলেও পুলিশ ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপে সাধারণ মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status