ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ জানুয়ারি ২০২৫ ১০ মাঘ ১৪৩১
তাহসানের পর সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 January, 2025, 8:36 PM

তাহসানের পর সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

তাহসানের পর সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

গেল দু’দিন ধরেই খবরের শিরোনামে আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। কারণ অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তার স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। আর বিয়ের খবরটি প্রকাশ্যে আসার পর নবদম্পতিও ভাসছেন শুভেচ্ছার জোয়ারে।

তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই চর্চায় উঠে আসে তার সাবেক স্ত্রী মিথিলা। তাকে নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এবার এলো সুখবর। কিন্তু কী সেই সুখবর?

অভিনেত্রী মিথিলা জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন এ তারকা। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। জানান, কাজটির ব্যাপারে সম্মতি দিয়েছেন তিনি। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই কাজ শুরু করবেন।

নাটকটির বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’ ও ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন অভিনেত্রী মিথিলা।

এ ব্যাপারে অভি জানান, ‘ডটস’-এর সঙ্গে রয়েছেন মিথিলা। ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’র বহুল প্রত্যাশিত বাংলা ডাবে উগ্র এবং শক্তিশালী ড. ইউন মিউং জু’র চরিত্রে কণ্ঠ দেবেন তিনি।

অভিনেত্রী মিথিলা বলেন, এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রে ডাবিং করেছি। কাজটি করতে ভীষণ ভালো লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। তবে কখনো অন্য কারও জন্য ডাবিং করিনি আমি। এ জন্য এই কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য হবে নতুন এক অভিজ্ঞতা। কারণ, ভয়েস আর্টিস্টদের কাজ মোটেও সহজ নয়। এখানে শুধু সংলাপ বললেই হয় না। ঠোঁট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করতে হয়।

দুর্দান্ত গল্পের ‘ডটস’ নাটকটি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছে।

অভিনেত্রী মিথিলা সুখবরের আগেই আরও এক সুখবর দেন তাহসান। নতুন গান নিয়ে আসছেন এই গায়ক। শিরোনাম ‘একা ঘর আমার’। গানটির প্রকাশনা অনুষ্ঠানে তিনি শোনাবেন এর তৈরির গল্পও। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানের কথা ও সুর করেছেন গায়ক নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। আর গানটির মিউজিক ভিডিও নির্মান করেছেন চন্দন রায় চৌধুরী।

অনুপম মিউজিকের ব্যানারে নির্মিত ‘একা ঘর আমার’ গানের ভিডিওতে পাওয়া যাবে তাহসান ও সিঁথিকে। আর আজ সোমবার গানটি উন্মুক্ত হবে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status