পূর্বাচলে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার, পাশেই পড়ে ছিল রক্তমাখা ছুরি
নতুন সময় ডেস্ক
|
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা একটি ধারালো ছুরিও। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম। তিনি জানান, ‘সকাল সাড়ে ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরে ৩০০ ফিট সড়ক সংলগ্ন গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে হত্যার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি।’ এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘রবিবার রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা ওই নারীকে গলাকেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়। নিহতের নাম-পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |