নাসিরনগরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পৃথক ভাবে পালিত
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Wednesday, 1 January, 2025, 7:10 PM
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো পৃথক পৃথক ভাবে।
বুধবার (১লা জানুয়ারি) নাসিরনগর ঝাঁক জমকভাবে পালিত হলো ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। নাসিরনগর উপজেলা ছাত্রদলের তিন গ্রুপে বিভক্ত হয়ে আলাদা ভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। দুপর একটায়, তাকিউল,মারজান, মোজাহিদ ও মিলটনের নেতৃত্বে একটি মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে সদ্য সাবেক সদস্য সচিব পনি চৌধুরী এবং তোফায়েলের নেতৃত্বে একটি মিছিল ও শরিফ ভূইয়া, খাইরুল এ নেতৃত্বে আরো একটি মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। উপজেলা ছাত্রদলের কার্যক্রম পৃথক পৃথকভাবে চলায়, উপজেলা ছাত্রদলের কমিটি না থাকায় হ য র ল ব অবস্থায় চলছে নাসিরনগর এর ছাত্রদল।
গত চার বছর আগে জামশেদ(আহবায়ক) ও পনি চৌধুরী সদস্য সচিব দিয়ে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। গত সংসদ নির্বাচনে আহবায়ক জামশেদ বহিষ্কার হলে, ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পায় আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত দায়িত্ব পাওয়ার কিছুদিন পরই ভেঙ্গে দেওয়া হয় উপজেলা আহ্বায়ক কমিটি, এ পর থেকে পৃথক ভাবে পালন করা হয় কর্মসূচি । নাসিরনগরে কয়েকটি ভাগে বিভক্ত রয়েছে উপজেলা ছাত্রদল। আগামী ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে প্রত্যেক গ্রুপ তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের জন্য উপজেলা সদর সহ বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় ও দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায়, সামনে কমিটি দেয়া হবে এজন্য সবার যার,যার পারফরম্যান্স দেখানোর জন্য পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।