সাতক্ষীরায় কলারোয়ায় ৭৩বোতল বিদেশী মদ ও এক ভারতীয় নাগরিকসহ আটক-৫
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ (তিয়াত্তর) বোতল বিদেশী মদ ও ১টি ইজিবাইক সহ ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল কলারোয়া উপজেলার যুগীবাড়ী এলাকার হোসেন ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,যশোর জেলার কোতায়ালী থানার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস, পটুয়াখালী জেলার ভিকাখালী গ্রামের ভাগেরশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী বরগুনা জেলার পঁচাকোড়ালিয়া কড়ইতলার গ্রামের সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |