অবৈধ জুয়ার অ্যাপের প্রচারণায় জান্নাতুল পিয়া, যা বললেন এ অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
|
জুয়ার অ্যাপের প্রচারণায় তারকাদের অংশ নেয়া কিংবা সংশ্লিষ্টতা নতুন কিছু নয়। এর আগে অনেক তারকাই এ কারণে শিরোনামে উঠে এসেছেন। কেউ কেউ আবার জুয়ার অ্যাপের স্পন্সরের মাধ্যমেও যুক্ত থেকেছেন। এবার এ তালিকায় দেখা মিলল আইনজীবী এবং মডেল ও অভিনেত্রী জান্নাতুল পিয়াকে। শুরু হয়েছে ঘরোয়া ক্রিকেটের আসর বিপিএএল। এই বিপিএল ঘিরে একটি জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার অনুষ্ঠানে কথা বলতে দেখা গেছে অভিনেত্রী পিয়াকে। শোবিজের বাইরে তিনি একজন আইনজীবী। তার মতো সচেতন মানুষ কীভাবে জুয়ার অ্যাপ স্পন্সর হলেন―তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ অভিনেত্রী বর্তমানে বিপিএল উপলক্ষে একটি ক্রিকেটবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপনা করছেন। সেখানে ম্যাচ-পূর্ববর্তী বিশ্লেষণ করতে দেখা গেছে তাকে। আর অনুষ্ঠান সঞ্চালনার সময় জুয়ার অ্যাপের নামসংবলিত একটি টি-শার্ট পরিহিত তিনি। তবে এ ব্যাপারে সংবাদমাধ্যমকে পিয়া জানিয়েছেন, অ্যাপটির শুভেচ্ছাদূত নন তিনি। (৩০ ডিসেম্বর) দেশের একটি সংবাদমাধ্যম থেকে মডেল পিয়ার কাছে জানতে চাওয়া হয়, অনুষ্ঠানে জুয়ার অ্যাপের পৃষ্ঠপোষকতার ব্যাপারে আগে থেকে জানতেন কিনা? যদি না জেনে থাকেন, তাহলে সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর জেনেছেন। এখন তার ভাষ্য কী? তবে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। এছাড়াও এ মডেলের কাছে জানতে চাওয়া হয়েছিল, শোবিজের বাইরে একজন আইনজীবী তিনি। দেশের প্রচলিত আইন সম্পর্কে জানা আছে তার। আর এভাবে জুয়ার অ্যাপের প্রচারণায় অংশ নেয়ার ব্যাপারে বক্তব্য কী? তবে এ ব্যাপারেও সরাসরি কথা বলেননি। তিনি বলেন, আমি একজন ক্রিকেটপ্রেমী। বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলতে সবসময় পছন্দ করি। শুধু ক্রিকেট নিয়ে পোস্ট করছি, যা ক্রিকেট সম্পর্কে আমার ভালোবাসা প্রকাশ করে। এদিকে জানা গেছে, মডেল পিয়া যে জুয়ার অ্যাপের টি-শার্ট পরে অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, সেটি দেশের সেরা জুয়ার এজেন্টদের একটি। যা প্রায় এক দশক আগে চালু হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |