নাগেশ্বরী তে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
জাহিদ খান, নাগেশ্বরী
|
কুড়িগ্রাম জেলাধীন নাগেশ্বরী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাবের সামনের কুড়িগ্রাম ভুরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে সন্ধ্যা ০৭:৩০ ট্রাকের ধাক্কায় এক পথচারীর মৃত্যু ঘটে। ঘটনায় জানা যায়, ভুরুঙ্গামারী থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সাথে রাস্তা পারাপারের সময় ধাক্কা লাগলে তাৎক্ষণিক তাকে স্থানীয় সরকারি হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।রংপুর মেডিকেল কলেজ যাওয়ার পথেই তিনি ইন্তেকাল করেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তি নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাগেশ্বরী বাসস্টান্ডে অবস্থিত আদর্শ লাইব্রেরির স্বত্বাধিকারী জনাব মোঃ সোলায়মান আলী। তার মৃত্যু তে তাৎক্ষণিক ভাবে উপস্থিত, বাংলাদেশ শিক্ষক সমিতি(বিটিএ) নাগেশ্বরী উপজেলা শাখা জনাব কে এম আনিছুর রহমান, জনাব মোঃ ফজলুল হক, প্রধান শিক্ষক, খেলারভিটা উচ্চ বিদ্যালয়, মোঃ সফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নুরে- আলম মাকসুদ, প্রধান শিক্ষক রায়গঞ্জ উচ্চ বিদ্যালয়, আহবায়ক নাগেশ্বরী উপজেলা বেসরকারি সহকারী শিক্ষক সমিতি জনাব মো: জাহিদুল ইসলাম খান তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |