এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণী ময়মনসিংহের সাহিদা
নতুন সময় ডেস্ক
|
মুন্সিগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তার নাম সাহিদা বেগম (২৪), বাড়ি ময়মনসিংহে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) ফিরোজ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, সাহিদা রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন, কাজ করতেন একটি ডে-কেয়ার সেন্টারে। একটি ফোন কলের সূত্র ধরে তরুণীর পরিচয় শনাক্তের কথা জানিয়ে ফিরোজ কবীর বলেন, 'ফিঙ্গারপ্রিন্টে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।' তবে সাহিদার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সাহিদা কার সঙ্গে শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যান তা বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এর আগে আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশে ৫টি গুলির খোসা পাওয়া যায়। পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে কেউ। স্থানীয়রা জানান, ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তরুণীর সঙ্গে থাকা ওই যুবককে স্থানীয়রা চিনতে পারেনি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, 'ওই তরুণীর পিঠ থেকে কোমড় পর্যন্ত অন্তত ৫টি গুলি করা হয়েছে। এর মধ্যে একটি গুলি গলা থেকে মুখের নিচ দিয়ে বের হয়েছে।' আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |