ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা : ব্যারিস্টার রুমিন ফারহানা
আমজাদ হোসেন
প্রকাশ: Friday, 29 November, 2024, 11:47 PM

এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা : ব্যারিস্টার রুমিন ফারহানা

এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা : ব্যারিস্টার রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির কর্মী সভায় শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সরাইল অন্নদা স্কুল মাঠে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্কার বলেছেন এ সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনভাবে ব্যর্থ হতে দেয়া যাবেনা।  আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবীর প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্টু নিরপক্ষ ও অংশগ্রহন মুলক নির্বাচনের আয়োজন করবেন। আমরা ষড়যন্ত্র দেখতে চাইনা, আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাইনা, আমরা চাইনা এই সময় ব্যবহার করে কোন দুস্কৃতিকারী চক্র আবারো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক। আমার মা এবং আমি ছাড়া আমার পরিবার বলতে কেউ নাই কিন্তু এই হাজার হাজার মানুষ আছে আমার পরিবারের সদস্য। আজ সরাইলের মানুষের ভালবাসা দেখে আমি আজকে হাজার লক্ষ মানুষকে স্বাক্ষী রেখে বলছি আমার জানাযা আমার কাপন আমার কবর সরাইলের মাঠিতেই হবে। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বারের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমিন মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সেক্রেটারী জহিরুল হক খোকন, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জল সাবেক ভিপি ওসমান খান  প্রমুখ। 

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status