ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশনের নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যলী,আলোচনা সভা ও নতুন কমিটি গঠন
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Friday, 29 November, 2024, 11:42 PM

সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশনের নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যলী,আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

সাতক্ষীরায় ব্যাংকার’স এসোসিয়েশনের নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যলী,আলোচনা সভা ও নতুন কমিটি গঠন

অরাজনৈতিক পেশাজীবী সংগঠন সাতক্ষীরার ব্যাংকারদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। নবযাত্রার বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য মটর সাইকেল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি সম্পন্ন পূর্বক আলোচনা সভায় মিলিত হয়। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লেকভিউ কনফারেন্স রুমে ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার প্রধান উপদেষ্টা মো. আব্দুল জলিল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান এবং বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় ব্যাংকার’স এসোসিয়েশনের ২ বছর মেয়াদী ৩৭ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটি সভাপতি মো. আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন। নবগঠিত কমিটি ঘোষণা করেন ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার প্রধান উপদেষ্টা মো. আব্দুল জলিল। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে এবং অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাংকারস অ্যাসোসিয়েশন সাতক্ষীরার উপদেষ্টা ফরহাদ হোসেন, কাজী মাসুদুল হক, শংকর কুমার দাশ, নিয়াজ হাসান, ব্যাংকারস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রহিম, কার্যনির্বাহী সভাপতি মো. জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মো. কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ক্যাশিয়ার মো. আবু সায়েম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি (আইএফআইসিপিএলসি) মাহমুদ চৌধুরী, (এবি পিএলসি) আব্দুল্লাহ আল মামুন, (বিকেবি) সমির কুমার বিশ্বাস, (জেবিপিএলসি) মাগফুর রহমান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তপন কুমার মন্ডল ও দীপিকা সরকার।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status