ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
পিরোজপুরে ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 29 November, 2024, 11:38 PM

পিরোজপুরে ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরে ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

পিরোজপুরে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার চেয়ে সাধারণ মুসুল্লীরা এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশে পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান খান, বাইতুল মোক্কারাম মসজিদের ইমাম মাওলানা সিদ্দিকুল্লাহ, বাইতুস সালাম জামে মসজিদের ইমাম মুফতি আহাসান উল্লাহ, পিরোজপুর কেন্দ্রিয় মসজিদের ইমাম মুফতি জুবায়ের, বায়তুল আমান জামে মসজিদ ইমাম মুফতি হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন। 

সমাবেশ থেকে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। বক্তারা বলেন, এদেশের মাটিতে বসে অন্য দেশের কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবেনা। তারা বলেন, গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। এটা বর্বরতার সব রেকর্ডকে হার মানিয়েছে।

বক্তারা আরও বলেন, ইসকন নামক উগ্রবাদী সংগঠনের সদস্যরা জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে, আদালত চত্বরে আমার ভাইকে গলা কেটে হত্যা করেছে। আমরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার তীব্র নিন্দা জানাই অবিলম্বে হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই এবং ইসকন নামক জঙ্গি সংগঠনের সকল কর্মকাণ্ড বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ ঘোষণা করা হোক।

সনাতনীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটি সম্প্রতির বাংলাদেশ গঠন করতে চাই।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status