বিদ্যালয় থেকে ১৫টি ল্যাপটপ চুরি
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিদ্যালয় থেকে ১৫টি ল্যাপটপ চুরি পরে দোতলায় সিড়ির গেটের তালা ভেঙ্গে কম্পিউটার রুম থেকে ১৫টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোর চক্র । এ সময় অফিস সহকারী ও শিক্ষকদের কক্ষের তালা ভেঙ্গে রুমে প্রবেশ করে নগদ ৩১ হাজার তিনশ টাকা নিয়ে যায়।তিনি আরো বলেন, বিদ্যালয়ের অভ্যন্তরে ঢুকেই নৈশপ্রহরীর কক্ষের ছিটকানি বাইরে থেকে আটকিয়ে দেয় চোর চক্র । এসময় সে (নৈশপ্রহরী) ঘুমিয়ে ছিলো। শুক্রবার সকালে দরজা দিয়ে বের হতে না পেরে জানালা দিয়ে বের হয়ে চুরি ঘটনা শিক্ষকদের জানায়। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোর চক্রকে সনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |