ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 29 November, 2024, 10:39 AM

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

৫৮তম বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পূর্ব প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ফজর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরসহ টঙ্গী ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তাবলীগ জামাতের মাওলানা জোবায়ের অনুসারীদের তিন চিল্লার পুরাতন সাথীদের ‘পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা’। 

জোড় ইজতেমায় দেশের সব জেলা থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের পুরাতন সাথীরা আগমন করছেন। দেশের ৬৪ জেলা ছাড়াও বিশ্বের ১২-১৩টি দেশের ৪ শতাধিক বিদেশি মেহমান আগমন করবেন বলে জানা যায়।


দেশের বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার রাতে থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। আগত সকল সাথীদের নিয়ে শবগুজারির মাধ্যমে জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বলে জানা যায়।


অপরদিকে, মাওলানা সাদ গ্রুপের অনুসারী মুসল্লিরা টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা পালন করবেন বলে জানা যায়। 


গত ৪ নভেম্বর দুই পক্ষের শুরা সাথীদের উপস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক আয়োজিত এক সভায় বিশ্ব ইজতেমা-২০২৫ এর দুই পর্বের সময় নির্ধারিত হয়। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৫ এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 


সভায় বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status