ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
গাজীপুরে বন বিভাগের জমিতে স্থাপনা উচ্ছেদ কেন্দ্রীক মানববন্ধন ও সড়ক অবরোধ
ফাহিম ফরহাদ,গাজীপুর
প্রকাশ: Thursday, 28 November, 2024, 6:43 PM

গাজীপুরে বন বিভাগের জমিতে স্থাপনা উচ্ছেদ কেন্দ্রীক মানববন্ধন ও সড়ক অবরোধ

গাজীপুরে বন বিভাগের জমিতে স্থাপনা উচ্ছেদ কেন্দ্রীক মানববন্ধন ও সড়ক অবরোধ

গাজীপুর সদর উপজেলায় বন বিভাগের জমিতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের ও অন্যান্য স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে মানববন্ধন ও সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে।

গত ২৫ নভেম্বর ভবানীপুর গুচ্ছগ্রাম ও দরগারচালা তেঁতুলতলা এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে বন বিভাগের জমি থেকে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের-সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এই উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে মানববন্ধন করে  ভুক্তভোগী ও স্থানীয় লোকজন। জানা গেছে মানববন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় ইউনুছ (ড্রাইভার) কামাল মোল্লা ও রিপন হাসান। প্রথমে তারা ভবানীপুর বাসস্ট্যান্ড এবং মুক্তিযোদ্ধা কলেজ মাঠে অবস্থান নেয়।

পরে বেলা ১২টার দিকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভবানীপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করে। এসময় সড়কে শুয়ে বসে যানচলাচল আটকে রাখেন তারা। এর ফলে সড়কের উভয় পাশে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। এতে বেশ কয়েক কিলোমিটার অবদি যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকরা। 

পরে জয়দেবপুর থানা পুলিশ ও সালনা হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় বেলা ১২টা ৪০ মিনিটে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বন বিভাগের জমিতে অবৈধ ঘর বাড়ি উচ্ছেদকে কেন্দ্র করে ভুক্তভোগী ও স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ করে। পরে তাদেরকে বুঝিয়ে মাহাসড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status