শাকিবের ‘প্রিয়তমা’ এখন দেবের মনের মানুষ
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাকিবের ‘প্রিয়তমা’ এখন দেবের মনের মানুষ ![]() শাকিবের ‘প্রিয়তমা’ এখন দেবের মনের মানুষ জানা গেছে, ভালো-খারাপ সব পরিস্থিতিতেই হাত ছাড়বে না এমন মনের মানুষ লতিকা। কাছের মানুষের আগলে রাখে লতিকা, মুড়ে রাখে ভালোবাসায়। যে ভালোবাসতে জানে, কিন্তু প্রয়োজনে কঠোর হতেও পারে। হাসিমুখে সব পরিস্থিতির মোকাবিলা করতে পারে লতিকা। হালে দেবের বিপরীতে ছোটপর্দার একাধিক নায়িকার দেখা মিলেছে। ইধিকাও তার ব্যতিক্রম নয়। বলে রাখা ভালো— টেলিভিশন ধারাবাহিকে কাজ করে নজরে এসেছিলেন ইধিকা পাল। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |