ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বীজ আলু বিক্রির অভিযোগ
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশ: Thursday, 28 November, 2024, 12:07 PM

পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বীজ আলু বিক্রির অভিযোগ

পাথরঘাটায় কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বীজ আলু বিক্রির অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলার কামারহাট বাজারের মেসার্স চৌকিদার এন্টার প্রাইজ লাইসেন্সের মালিক মো. জাকির চৌকিদার এর বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বীজ আলু বিক্রির অভিযোগ পাওয়া গেছে। 

এঘটনায় ২৬ নভেম্বর মঙ্গলবার কাকচিড়া ইউনিয়নের মো. লাহু জোমাদ্দারের ছেলে মো. মাসুদ জোমাদ্দার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী চাষিদের সূত্রে জানা গেছে বেসরকারি সংস্থা ব্রাক উল্লেখিত ডিলার মো. জাকির হোসেন চৌকিদারকে প্রতি কেজি বীজ আলুর মুল্য ৭৯ টাকা করে বিক্রি দেওযার নির্দেশনা দিলেও জাকির চৌকিদার বীজ আলুর সংকট দেখিয়ে প্রতি কেজি বীজ আলু ১১৫ টাকা করে বিক্রি করে আসছে।

বীজ আলু ক্রেতা কালমেঘা ইউনিয়নের সোনালী বাজার সংলগ্ন কৃষক মো. হাফিজ,কাকচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তার কুপদন গ্রামের কৃষক মো. ছোবাহান, একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কৃষক মো. জাহাঙ্গীর খানসহ একাধিক কৃষক বলেন অত্র এলাকায় বীজ আলু বিক্রি দেওয়ার কোন ডিলার না থাকায় জাকির চৌকিদার বীজ আলুর কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্রাক কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করে আসছে।

তারা বলেন ব্রাক কর্তৃক প্রতি কেজি বীজ আলুর মূল্য ৭৯ টাকা করে নির্ধারণ করা হলেও জাকির চৌকিদার প্রতি কেজি বীজ আলু ১১৫ টাকা করে বিক্রি করছে এবং আমরাও বাধ্য হয়ে ক্রয় করছি।

জানতে চাইলে ব্রাকের আঞ্চলিক কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ বলেন ডিলার জাকির চৌকিদারকে প্রতি কেজি বীজ আলু ৭৯ টাকা করে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর বেশি দামে বিক্রি করার সঠিক প্রমান পেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লিখিত অভিযোগের ভুক্তভোগী মাসুদ জোমাদ্দার বলেন বরিশাল বিভাগের মধ্যে সবচাইতে বেশি আলু উৎপাদন হয় পাথরঘাটার রূপধন ও কুপধন এলাকায় এখানে প্রচুর পরিমান বীজ আলুর চাহিদা থাকার কারনে এলাকার একমাত্র বীজ আলুর ডিলার জাকির চৌকিদার কর্তৃপক্ষের নিয়ম নিতী বা নির্দেশ না মেনে নিজের ইচ্ছামত প্রতিবছর চড়াদামে আলুর বীজ বিক্রি করে অবৈধভাবে মোটা অংকের টাকার মালিক বুনে গেছেন।তিনি আরও বলেন, আমরা এব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি আশা করি ন্যায় বিচার পাবো।

জানতে চাইলে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান বলেন একটি অভিযোগ পেয়েছি, অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগ অস্বীকার করে জাকির চৌকিদার বলেন পাথরঘাটায় বীজ আলুর যে পরিমান চাহিদা রয়েছে সেই তুলনায় বীজ আলু ব্রাক আমাকে দিতে পারছেনা যার ফলে আমিও কৃষকের চাহিদামত বীজ আলু দিতে না পারায় ক্ষুব্ধ হয়ে কতিপয় কৃষকরা আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ তুলছেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status