ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
অভয়নগরের আলোচিত এল বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্দ
প্রিয়ব্রত ধর
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 10:51 PM

অভয়নগরের আলোচিত এল বি  হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্দ

অভয়নগরের আলোচিত এল বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাময়িক বন্দ

যশোরের অভয়নগর উপজেলার আলোচিত লাইসেন্স বিহীন এল,বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। সোমবার দুপুরে আকস্মিক এ অভিযান পরিচালনা করেন তিনি। তার ২দিন পরে আজ বুধবার এক চিঠির মাধ্যমে হাসপাতার বন্ধের নির্দেশ দেন কতৃর্পক্ষকে।
নওয়াপাড়া বাজারে এল বি টাওয়ারের চার তলায় অবস্থিত এই বেসরকারি হাসপাতালটি । সরকার বেসরকারি হাসপাতালের পরিচালোনার ক্ষেত্রে নিয়মনীতি থাকলেও তার কোনটির তোয়াক্ক করেন না হাসপাতাল কতৃর্পক্ষকে। এছাড়াও রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার, ভুল রিপোর্ট প্রদান সহ নানান অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। ২০১৭—২০১৮ পর থেকে দীর্ঘ সাত বছর লাইসেন্স নবায়ন সহ ক্লিনিক চালানোর সকল প্রকার বৈধতা কোনটি পরিপূর্ণ না করেই  অবৈধ ভাবে চালানোর পরে। অবশেষে আজ বুধবার এক চিঠির মাধ্যমে বন্ধের নির্দেশ দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মিজানুর রহমান। এছাড়াও আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল প্রকারের কাগজপত্র ঠিক না করলে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো: মিজানুর রহমান, এল,বি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকায় তাদের হাসপাতালে সকল কর্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সকল প্রকারের কাগজপত্র ঠিক না করলে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে যানানো হয়েছে। মানুষের কাছে থেকে সেবার নামে প্রতারণা মাধ্যমে অর্থ লুটে নেওয়ার আর কো সুযোগ নেই। আমি এখানে থাকা কালীন কোন অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের  খোলা থাকবে না। জীবন নিয়ে কোন খেলা চলবে না অভয়নগরে। নিয়ম অনুযায়ী চলতে হবে সকলকে।
এ অভিযানের আর উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর মো: আব্দুল ওহাব,অভয়নগর থানার সাব ইন্সপেক্টর(এসআই) অনিষ মন্ডল সহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় সংবাদকর্মীগণ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status