ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ ২৮ অগ্রহায়ণ ১৪৩১
শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬ জন আটক
রাকিবুল হাসান খোকন, শ্রীবরদী
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 7:08 PM

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬ জন আটক

শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬ জন আটক

শেরপুরের শ্রীবরদীর সীমান্তবর্তী কর্ণঝোড়া এলাকায়  ঢেউফা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিক্রিতে জড়িত থাকার অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ নভেম্বর) ভোরে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর মধ্যে কর্ণঝোড়া গ্রামের আকবর আলী (৫০) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৪০ দিনের কারাদণ্ড। এছাড়াও একই গ্রামের ওয়াদুল আলী (২৪), মেঘাদল গ্রামের জাহিদুল (৪০), বালিজুরি গ্রামের রুবেল মিয়া (২৫), কইলকান্দা গ্রামের সাইদুল্লাহ (২৫) ও সাতানীপাড়া গ্রামের রাজু মিয়া (২০) কে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাদের জামালপুর কারাগারে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status