ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৫ জুন ২০২৫ ১ আষাঢ় ১৪৩২
‘অহিংস গণ-অভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তফাসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 6:11 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 26 November, 2024, 6:17 PM

‘অহিংস গণ-অভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তফাসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা

‘অহিংস গণ-অভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তফাসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা

বিনা সুদে লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’র আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় শাহবাগ থানায় এ মামলা করেন ওই থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ। মামলায় আ ব ম মোস্তফা আমীনসহ ১৯ জনকে এজাহারভুক্ত ও ১২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের সমর্থক অ্যাডভোকেট জিয়াউর রহমান, সৈয়দ ইসতিয়াক আহমেদ (৪৭), মাহবুবুল আলম চৌধুরী (৫৬), মো. মেহেদী হাসান (৩৪), অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ নেত্রকোণার আহ্বায়ক মো. রাহাত ইমাম নোমান (৩৩), মো. মাসুদ (৩৭), ইব্রাহিম (২৯), মো. আলেক ফরাজী (৪৪), সাইফুল ইসলাম (৪৮), আবু বক্কর (৪৯), মো. রিংকু (২১), নিজাম উদ্দিন (৩২), সৈয়দ হারুন অর রশিদ (৬০), আফজাল মন্ডল (৪২), আব্দুর রহিম (৩০), নুরনবী (৪৫), মো. শহিদ (২৮) ও মোছা. কহিনুর আক্তার (৫০)।

এর আগে, সোমবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে অহিংস গণ-অভ্যুত্থান নামের একটি সংগঠন। তারা সারা দেশের খেটে খাওয়া গরিব মানুষদের টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৫ নভেম্বর ‘অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ’ নামের ব্যানারে অপরাধমূলক ষড়যন্ত্র করে ঢাকাসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় আনা হয়। তারা বেআইনিভাবে মানুষকে একত্রিত করে শাহবাগ মোড়ে দাঙ্গা সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। আসামিরা শাহবাগ মোড়ে থাকা ট্রাফিক কন্ট্রোলের কাজে ব্যবহৃত প্লাস্টিকের রোড ডিভাইডার ভেঙে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status