ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
ভবানীপুরে পাবলিক হেলথ স্টাডি সাইট উদ্বোধন: NOhep ভিলেজের পথে একটি পদক্ষেপ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 26 November, 2024, 6:02 PM

ভবানীপুরে পাবলিক হেলথ স্টাডি সাইট উদ্বোধন: NOhep ভিলেজের পথে একটি পদক্ষেপ

ভবানীপুরে পাবলিক হেলথ স্টাডি সাইট উদ্বোধন: NOhep ভিলেজের পথে একটি পদক্ষেপ

সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পাবলিক হেলথ বিভাগ সাভারের ভবানীপুরে পাবলিক হেলথ স্টাডি সাইট উদ্বোধন করেছে। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ (NLFB)-এর সহযোগিতায় গৃহীত এই উদ্যোগটি একটি হেপাটাইটিস-মুক্ত গ্রাম তথা সমাজ গড়ার লক্ষ্যে কাজ করবে, যার নাম Mission Towards NOhep Village। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান। 

অনুষ্ঠানটি শুরু হয় একটি উদ্দীপনাময় র‌্যালীর মাধ্যমে, যার নেতৃত্ব দেন ডিআইইউ’র ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস-এর ডিন প্রফেসর ড. মো. বেলাল হোসেন। র‌্যালীতে অংশ নেন বাংলাদেশের খ্যাতনামা হেপাটো-বিলিয়ারি-প্যানক্রিয়াটিক সার্জন এবং ঘখঋই-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ মোহাম্মদ আলী, ড. আবু জামিল ফয়সাল (পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট-ইলেক্ট), প্রফেসর ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী (ডিআইইউ -এর পাবলিক হেলথ বিভাগের প্রধান), এবং ডিআইইউ -এর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। র‌্যালীটি  বিশ্ববিদ্যালয়ের নলেজ টাওয়ার থেকে শুররু হয়ে বনমায়া পর্যন্ত যায়, যেখানে ১০০ জনেরও বেশি অংশগ্রহণকারী হেপাটাইটিস স্ক্রিনিং কার্যক্রমে অংশ নেন।

পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রফেসর ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী স্টাডি সাইটের পটভূমি, বিভাগের গবেষণা ও উল্লেখযোগ্য অর্জনসমূহ তুলে ধরেন। প্রফেসর ডাঃ মোহাম্মদ আলী মূল বক্তব্যে হেপাটাইটিস মোকাবেলার গুরুত্ব এবং স্বাস্থ্যসম্মত সম্প্রদায় গঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান প্রকল্পটির প্রশংসা করেন এবং রোগ প্রতিরোধ ও গবেষণায় এর ভূমিকার উপর জোর দেন। ড. আবু জামিল ফয়সাল আশাবাদ ব্যক্ত করেন যে এই সাইটটি ভবিষ্যতে একটি আদর্শ স্বাস্থ্য মডেল হয়ে উঠবে, যা একটি হেপাটাইটিস-মুক্ত, ধূমপানমুক্ত এবং প্লাস্টিকমুক্ত গ্রাম তথা সমাজ গড়ে তুলতে সাহায্য করবে।

প্রফেসর ড. মো. বেলাল হোসেন ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিভাগের প্রচেষ্টার প্রশংসা করেন। আলোচনা সভা শেষে, প্রফেসর ডাঃ মোহাম্মদ আলী প্রফেসর ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী-কে প্রাথমিক জরিপ পরিচালনার জন্য একটি গবেষণা অনুদান প্রদান করা হয়।

এই পাবলিক হেলথ স্টাডি সাইটটি স্বাস্থ্য গবেষণা, শিক্ষা এবং কমিউনিটি আউটরিচের একটি কেন্দ্র হয়ে উঠবে, যা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং গ্রামবাসীর স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status