ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
দীর্ঘদিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬২জন আসামি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 3 November, 2024, 4:06 PM

দীর্ঘদিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬২জন আসামি

দীর্ঘদিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি সাতক্ষীরা জেলা কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ৬২জন আসামি

ছাত্র-জনতার আন্দোলনের সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ৮৭ জন বন্দির মধ্যে গ্রেফতার হয়ে ফেরত এসেছেন ২৫ জন। এখনও পলাতক আছেন ৬২ জন।

কারাগার সুত্রে জানাগেছে সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি ছিল মোট ২৩৬ জন। এর মধ্যে পুরুষ ২২২ এবং নারী ১৪ জন। কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা ৪০০; যার মধ্যে পুরুষ ৩৬০ এবং নারী ৪০ জন।


বর্তমানে ২৩৬ জন বন্দির মধ্যে বাবা-মায়ের সঙ্গে আছে ৩ ছেলেশিশু ও ১ মেয়েশিশু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ বন্দি আছেন ২ জন। বিদেশি বন্দি আছেন ৩ জন।বর্তমানে  পুরুষ হাজতি আছেন ১৫৮ জন এবং নারী হাজতি রয়েছেন ১০ জন। বিনাশ্রম কয়েদিদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী ৩ জন। সশ্রম কয়েদি পুরুষ ৩৬ এবং নারী ১ জন।কারাগারের অভ্যন্তরে হাসপাতালের শয্যাসংখ্যা মোট ২০টি, কক্ষ সংখ্যা ৫টি। সহকারী সার্জনের পদ রয়েছে ১টি, ডিপ্লোমা নার্সের পদ রয়েছে ১টি এবং ফার্মাসিস্টের পদ রয়েছে আরও ১টি। এ ছাড়া কারাহাসপাতালে ভর্তি বন্দি রোগী রয়েছেন ২ জন। বাইরের হাসপাতালে বন্দি রোগী রয়েছেন ১ জন।


কারা সূত্র জানায়, কারাগারে থাকা অসহায় দরিদ্র বন্দির মধ্যে গত জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ৩৫ জন বন্দির আইনি সহায়তার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করা হয়। এর মধ্যে ২৯ জন অসহায় বন্দির জন্য প্যানেল আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

সাতক্ষীরা জেল সুপার এনায়েত উল্লাহ জানান, পালিয়ে যাওয়া আসামিরদের তালিকা থানাসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। কারাগার ভেঙ্গে পালিয়ে যাওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।এ ছাড়া কারাগারে হামলা করে আসামি ছিনতাই ও ভাঙচুরের ঘটনায় ৮২ জনের নাম উল্লেখ করে আসামি ৩/৪  হাজার জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status