কেক কেটে বিবাহবিচ্ছেদ উদযাপন তরুণীর!
নতুন সময় ডেস্ক
|
![]() কেক কেটে বিবাহবিচ্ছেদ উদযাপন তরুণীর! পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ওই তরুণী বন্ধুদের উপস্থিতিতে ‘হ্যাপি ডিভোর্স’ লেখা একটি কেক কেটেছেন। এছাড়া তার স্বামীর নামখচিত একটি ওড়নাও কাঁচি দিয়ে কাটতে দেখা যায় তাকে। এসময় বিয়ের ছবিগুলোও ছিঁড়ে ফেলেন ওই তরুণী। বিবাহবিচ্ছেদের পর তার এমন কর্মকাণ্ডে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা বলছেন, বিবাহবিচ্ছেদ অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এটিকে এমন খেলোভাবে উপস্থাপন নিরর্থক। কেউ কেউ আবার তরুণীর কর্মকাণ্ডকে ‘বিয়ের পবিত্রতা’র প্রতি অসম্মানসূচক আখ্যা দিয়েছেন। তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |