ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
ক্রিকেটাররা কি বিদ্রোহ করবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 November, 2024, 9:37 PM

ক্রিকেটাররা কি বিদ্রোহ করবে?

ক্রিকেটাররা কি বিদ্রোহ করবে?

ছাত্র-জনতার অভ্যুথানের পরপর বিসিবিতেও হয় আন্দোলন, মুখ খুলতে শুরু করেন ইমরুল-সোহান-রুবেলের মতো ক্রিকেটাররা। ফলে বেশ কিছু পরিবর্তনও আসে বিসিবিতে। পাপনযুগ কাটিয়ে ইতোমধ্যেই ফারুক আহমেদের যুগে প্রবেশ করেছে বিসিবি। নতুন সভাপতির নেতৃত্বে আসার মুহূর্তে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় এলেও এরপর ধারাবাহিক ভাবে ব্যর্থ বাংলাদেশ। কিন্তু কেনো? তবে কি নতুন বিসিবিতেও সমস্যা?

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভরাডুবির টেস্ট সিরিজে আলোচনায় আসেন তাইজুল ইসলাম। একাধিক রেকর্ডের পাশাপাশি দলের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করে সমর্থকদের রোশানলে পড়েন এই স্পিনার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে এক ফেসবুক পোস্ট দিয়ে আবারো আলোচনায় টেস্টে ২০০ উইকেট নেওয়া এই বোলার।

দক্ষিণ আফ্রিকা সিরিজের পরেই আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিবি। সাদা জার্সিতে ভালো পারফর্ম করলেও রঙিন জার্সিতে তাইজুলকে বিবেচনা করেনি নির্বাচকরা। দল ঘোষণার পরেই তাইজুলের ফেসবুক পোস্ট। কোনো স্ট্যাটাস না থাকলেও সেই পোস্ট যে বিসিবির দল নির্বাচনকে কেন্দ্র করে তা আর বলার অপেক্ষা রাখে না।

তাইজুলের পোস্ট দেখেই হয়তো কিছুটা সাহস পেয়েছেন অন্য ক্রিকেটাররা। তাইজুলের পরপরই রঙিন জার্সিতে বরাবরই অবহেলিত মুখ এনামুল হক বিজয়ও ফেসবুকে পোস্ট করেছেন। সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থার কথা প্রকাশ করেছেন খুলনার এ ক্রিকেটার।

অন্যদিকে অলরাউন্ডার মাহাদী হাসানও বড় ভাই তাইজুলের মতোই কিছু ইমোজি পোস্ট করেছেন। স্বাধীন বাংলাদেশে তার মুখে তালা লাগানোর ইমোজি অনেক প্রশ্নেরই জন্ম দিয়েছে।

তাইজুল-মাহাদী-বিজয়কে অনুসরণ করে ফেসবুকে পোস্ট করেছেন সাব্বির রহমানও। তার পোস্টেও লজ্জা পাওয়ার ইমোজি। সাব্বির রহমানের পোস্ট নিয়ে অবশ্য নানামুখী আলোচনা চলছে। কেউ কেউ বলছেন তাইজুল-বিজয়দের পোস্ট দেখে লজ্জা পেয়েছেন এ ক্রিকেটার। কারও মতে তাইজুল মাহাদীদের পোস্টে সমর্থন জানিয়ে সাব্বিরও একই রকম পোস্ট করেছেন।

তাইজুল-সাব্বির কিংবা বিজয়-মাহাদীরা যে উদ্দেশ্যেই ফেসবুকে পোস্ট করুক না কেন? তার সঙ্গে যে বাংলাদেশ ক্রিকেট জড়িয়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। আর তাতেই প্রশ্ন জাগে দেশের ক্রিকেটে কোন সংকট আসছে কি না?

যদি সত্যিই এমন কিছু আসে, তাহলে বিসিবি কি পারবে তা সামাল দিতে, সেটাই এখন দেখার বিষয়।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status