ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বারবার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, সাবেক এমপি রুবেল
মেহেদী হাসান শামীম,শেরপুর
প্রকাশ: Saturday, 2 November, 2024, 7:08 PM

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বারবার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, সাবেক এমপি রুবেল

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বারবার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, সাবেক এমপি রুবেল

শেরপুর ৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল বলেছেন, শিক্ষকদের সহযোগিতায় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বারবার অবৈধভাবে ভোটবিহীন ক্ষমতায় এসেছে।  এ কাজে নির্বাচনে দায়িত্ব পালন করা শিক্ষকদের বাধ্য করেছে ততকালীন ক্ষমতাসীন দলের নেতারা। এ ছাড়া ক্লাস বাদ দিয়ে বিভিন্ন দিবস পালনে ব্যাস্ত রেখেছেন শিক্ষকদের এজন্যই পড়াশোনা মান শিক্ষার্থীদের বারোটা বেজে গেছে। তবে এখন আর এটার সুযোগ নেই। দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে। সবাই যার যার মত প্রকাশ করবে এবং স্বাধীনভাবে নিজেই নিজের ভোট দিতে পারবে। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা শেরপুর জেলা বিএনপি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি মাঠে ময়দানে। 

শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে বলেন, শিক্ষকরা নির্বাচনে দায়িত্ব পালন করার সময় সাবেক সরকার আওয়ামী লীগের পক্ষে নিজেরাই সিল মেরে ভোটে পাশ করিয়েছেন। তারা বাধ্য হয়েছিলেন তবে একজন শিক্ষকও অন্যায়ের প্রতিবাদ করেননি। বিগত আওয়ামী লীগ সরকার বিদ্যালয়ের শিক্ষকদের ব্যবহার করে অপরাজনীতি করেছেন, ভোট ডাকাতি করেছেন।

আজ (২ নভেম্বর) শনিবার দুুপুরে শেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মাধবপুরে জেলা বিএনপির সাথে এক মতবিনিময় সভায়  এসব কথা বলেন তারা। 

জেলা শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপি'র সভাপতি  মাহমুদুল হক রুবেল, প্রধান আলোচক সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত আলী। 

বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শহর বিএনপি'র সভাপতি মামুনুর রশিদ পলাশ প্রমুখ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status