ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
সুযোগ পেলেই চিৎকার করেন প্রেমিকা, শান্ত করবেন যে উপায়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 2 November, 2024, 4:42 PM
সর্বশেষ আপডেট: Saturday, 2 November, 2024, 5:05 PM

সুযোগ পেলেই চিৎকার করেন প্রেমিকা, শান্ত করবেন যে উপায়ে

সুযোগ পেলেই চিৎকার করেন প্রেমিকা, শান্ত করবেন যে উপায়ে

চিৎকার-চেচামেচির অভ্যাস রয়েছে অনেক মহিলার। এক্ষেত্রে প্রেমিকও হয়তো কিছুটা বিব্রত বোধ করেন। এমনও হয়, আশপাশে কেউ রয়েছেন কি না তাও দেখার প্রয়োজন বোধ করেন না প্রেমিকা। আর প্রেমিকার এহেন আচরণে স্বাভাবিকভাবেই পুরুষের মন খারাপ হয়ে যায়।আপনিও যদি এই দলেরই পথিক হন, তা হলে যত দ্রুত সম্ভব এই নিবন্ধটি পড়ে নিন। কারণ, এই নিবন্ধে এমন কিছু টিপস দেওয়া হলো, যার মাধ্যমে অনায়াসে প্রেমিকাকে চুপ করাতে পারবেন।

আওয়াজ তুলুন: প্রেমিকা কথা শোনালে চুপচাপ শুনতে থাকবেন না। এই ভুলটা করলে তিনি আরও সাহস পেয়ে যাবেন। তার পর সুযোগ পেলেই আপনাকে হাজার কথা শোনাবেন। তাই এ বার থেকে যখনই প্রেমিকা কথা শোনাতে শুরু করবেন, আপনার উপর চিৎকার করবেন, তখন আপনিও তাকে সেই ব্যবহার ফিরিয়ে দিন। আপনি এক বার এই ব্যবহার করেই দেখুন, তাতেই তার ব্যবহার বদলে যাবে। তিনি বুঝতে পারবেন যে আপনি আর তার এই ধরনের ব্যবহার মেনে নেবেন না।

চুপ করে যান: আপনি একাধিক বার গলা উঠিয়ে কথা বলার পরও তার মধ্যে পরিবর্তন না আসতে পারে। এমন পরিস্থিতিতে বেশি কথা বাড়াবেন না। বরং চেষ্টা করুন প্রেমিকার সঙ্গে কথা না বলার। তিনি কথা বলতে চাইলেও আপনি মুখে কুলুপ এঁটে দিন। এই কাজটা করলেই খেলা ঘুরে যাবে। তিনি আপনার মনের হাল বুঝতে পারবেন। তার পর ধীরে ধীরে নিজেকে বদলে নেবেন নিশ্চিত। তাই এই টোটকা ব্যবহার করতে ভুলবেন না যেন!

বুঝিয়ে বলুন: কথা বলে বহু সমস্যার সহজ সমাধান করা যায়। তাই আজই এক বার প্রেমিকার সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলুন। তাকে বুঝিয়ে বলুন যে, এ ভাবে আপনার উপর চিৎকার করা তার উচিত নয়। এমনটা করলে আদতে সমস্যা হয়। আপনি সম্পর্কের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন। এমনকী আপনাদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব। আশা করছি, এই ধরনের কথা বলার পর প্রেয়সী আপনার কথা বুঝবেন। এর পর তিনি নিজেকে ঝটপট বদলে নেবেন।

নিজের ভুল শুধরে নিন: আপনি কি হাজার বার বলার পরও প্রেমিকার যুক্তিসঙ্গত কথা মানতে পারেন না? শুধরে নিতে পারেন না নিজের ভুল? তা হলে যে এই কারণেই আপনার উপর চটে থাকেন প্রেমিকা। তিনি কথায় কথায় চিৎকার করে বসেন। তাই সবার প্রথমে নিজেকে শুধরে ফেলার কাজে লেগে পড়ুন। হলফ করে বলতে পারি, আপনি নিজেকে বদলে নিলেই প্রেমিকাও ধীরে ধীরে নিজের স্বভাব পরিবর্তন করে ফেলবেন। তিনি আর আপনাকে খারাপ কথায় বিদ্ধ করবেন না।

নিজেকেই বদলে নিন: অনেক মহিলা স্বভাবগত ভাবেই একটু উচ্চ স্বরে কথা বলেন। তাদের কোনও মতেই চুপ করিয়ে রাখা যায় না। তাই এদের পরিবর্তন করা খুবই কঠিন কাজ। বরং এমন মহিলার সঙ্গে থাকতে চাইলে নিজেকে বদলে নিতে হবে। প্রেমিকার চিৎকারে খারাপ লাগলে চলবে না। উল্টে চেষ্টা করতে হবে সবটা সয়ে নেওয়ার। এই কাজটা করলেই দেখবেন কিছুদিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। তার পর অনায়াসে হাতে হাত ধরে জীবন কাটিয়ে ফেলতে পারবেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status