নাটোরের ডিবির অভিযানে ০৭ (সাত) কেজি গাঁজা সহ ০১ জন গ্রেফতার
মোঃ রাসেল, নাটোর
|
পুলিশ সুপার, নাটোর মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় নাটোর জেলা ডিবি'র একটি চৌকস টিম অদ্য ৩০ অক্টোবর ২০২৪ খ্রি. সকাল-০৭.০০ ঘটিকায় নাটোর জেলার নাটোর থানাধীন তেবাড়ীয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামস্থ ঢাকা টু রাজশাহী গামী মহাসড়কের উপর শান্তি ফিলিং স্টেশনের উত্তরে (সামনে) পাকা রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। তাপস দেবনাথ (২৩), স্থায়ী গ্রাম-আওরাল, ৯নং ওয়ার্ড, মন্টু ডাক্তারের বাড়ী, পোস্টঃ-বদরপুর, থানা-চান্দিনা, জেলা–কুমিল্লাকে আটক করেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |