কমলনগরে আড়াই হাজার লিটার শেওলাযুক্ত পানি জব্দ
মোঃ এমরান হোসেন,কমলনগর
|
লক্ষ্মীপুরের কমলনগরে শেওলাযুক্ত ২ হাজার পাঁচশ লিটার মেয়াদহীন ও পান করার অনুপযোগী নিষিদ্ধ পানি জব্দ করেছে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজ।বুধবার উপজেলা হাজিরহাট বাজারে বিক্রির সময় হাতেনাতে জব্দ করে। পরে মানুষের অভিযোগের সাথে একাত্বতার প্রমানের ভিত্তিতে জনসম্মুখে ফেলে ধ্বংস করা হয়। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |