শ্রীবরদীতে সাবেক এমপি মরহুম সেরাজুল হকের মৃত্যু বার্ষিকী পালন ছাত্রদলের
রাকিবুল হাসান খোকন, শেরপুর
প্রকাশ: Monday, 28 October, 2024, 6:13 PM
শ্রীবরদীতে সাবেক এমপি মরহুম সেরাজুল হকের মৃত্যু বার্ষিকী পালন ছাত্রদলের
শেরপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা.সেরাজুল হকের ৩০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে শ্রীবরদী উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।২৮ অক্টোবর সোমবার সকালে মুন্সীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া পরিচালনা করা হয়। দুপুরে শ্রীবরদী সরকারী কলেজ মাঠে বৃক্ষরোপণ, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় শেষে খড়িয়া কাজিরচরের হালগড়া এলাকায় মরহুমের কবর জিয়ারত করা হয়।কবর জিয়ারত শেষে ডা. সেরাজুল হক মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে ছাত্রদল।
বিকেলে শ্রীবরদী পৌর শহরের শহীদ মিনারে অসহায়দের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় হাসান, সাদ্দাম হোসেন, বিল্লাল হোসেন সোহাগ, রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চঞ্চল হাসান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বরাত হাসান প্রমুখ । এসময়, কুড়িকাহনিয়া, খড়িয়া কাজিরচর, সদর,তাতিহাটি,সিংগাবরুনা,কাকিলাকুড়া,গোশাইপুর,রানীশিমুল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।