অপসংস্কৃতি রুখতে জাতীয়তাবাদী সংস্কৃতি ধারণ ও লালনকারী সাংস্কৃতিক সংগঠনগুলো আজ ঐক্যবদ্ধ হয়ে গতকাল ২৭ অক্টোবর, গাজীপুর রাজবাড়ী প্রাঙ্গনে অবস্থিত গণ অভ্যুত্থান-২০২৪ গবেষণা কেন্দ্রে গাজীপুরের ৩৬ টি সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত ও কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভায় পদাধিকারবলে এই সংগঠনের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে জেলা প্রশাসক গাজীপুর কে মনোনীত করা হয়।
এতে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠন মোহাম্মদ কামরুজ্জামান কে আহ্বায়ক,ইসলামী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মনছবি কালচারাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান সিরাজ কে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুসা খান রানা,প্রিন্সিপাল হুমায়ুন কবীর, ইন্জিনিয়ার মাসুদ রানা।সদস্য হিসেবে আছেন অধ্যাপক রফিকুল ইসলাম,ডা: বোরহান অরণ্য,গোলাম রসুল দিনার।সাংবাদিক আমজাদ হোসেন ,সাংবাদিক ইকবাল হোসেন,মজিবুর রহমান রানা,রিয়াজ মামুন, কবি গোলাম মোস্তাফা খান, ইন্জিনিয়ার সায়েম আহমেদ,সিরাজুল হক খোকা, হানিফ পালোয়ান, কামরুন্নাহার মুক্তা,মোমেনুল ইসলাম সোহেল, কবি রাশেদুর রহমান, নাজির আহমেদ, রিয়াদ হোসেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় ও সকলের সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।