যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মেহনতী মানুষের মধ্যে খাবার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2024, 4:38 PM
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মেহনতী মানুষের মধ্যে খাবার বিতরণ
নোয়াখালীতে বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহনতী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী রেল স্টেশনে
বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা যুবদলের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রধান অতিথি থেকে মেহনতী মানুষের মধ্যে এই খাবার বিতরণ করেন।
এই সময় তিনি বক্তব্যে বলেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা সহ পাচ শত মেহনতী মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। বিলবোর্ড লাগিয়ে, শোডাউন করে রাজনীতি আর চলবে না। রাজনীতি করতে হবে মানুষের কল্যানে। অসহায়, দু:স্থ, গরীব মানুষের প্রতি সমাজের বিত্তবান, ব্যবসায়ী ও শিল্পপতিরা যেনো এগিয়ে আসে সে আহবান জানান তিনি।
এই সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ খোরশেদ আলম, সদস্য মিয়া সুমন, যুবুদল নেতা মহিন উদ্দিন সহ আরো অনেকে।