আসছে মহসিন মিয়ার কথায় বিপ্লব ও সংহতি দিবসের গান 'জাতীয়তাবাদ, জিয়ার আবাদ'
নতুন সময় প্রতিবেদক
|
![]() আসছে মহসিন মিয়ার কথায় বিপ্লব ও সংহতি দিবসের গান 'জাতীয়তাবাদ, জিয়ার আবাদ' জাতীয়তাবাদ, জিয়ার আবাদ গানটি রচনা করতে গিয়ে গীতিকার মহসিন মিয়া বলেন, ‘ লেখালেখির শুরু থেকেই বাংলাদেশের জাতীয়তাবাদ এবং জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কে নিয়ে একটি গান লেখার স্বপ্ন দীর্ঘদিনের। সেই লালিত স্বপ্ন এবং অন্তিম আকাংখার বাস্তবায়ন হতে চলছে তাই আমি ভীষণ আপ্লুত। গানটি আমাদের শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছে দিতে বহুদিন ধরে সুরকার এস এ কিরণ, মিউজিসিয়ান মুসফিক লিটু ও শিল্পী পরান আহসান আমরা একাট্টা হয়ে কাজ করছি। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে আমাদের পরিশ্রম স্বার্থক হবে। যেসকল শুভানুধ্যায়ী ও বন্ধুবান্দব গানটি সম্পন্ন করতে উৎসাহ যুগিয়েছেন এবং গানটির সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।” গানটির সুরকার এস এ কিরণ বলেন- ‘গান কে ভালবাসি, আমি একজন গানের মানুষ, গাইতে এবং সুর নিয়ে খেলতে আমার ভালো লাগে। স্বাধীনতার সর্বাধিনায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ভালোবাসেনা এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া খুব বিরল। স্বাধীনতার এই সূর্যে সন্তানকে ভালোবেসে তার গড়া দলকে ভালোবেসে গীতিকার মহসিন মিয়ার লিরিক্স টির প্রতি আমি সত্যি প্রেমে পড়েছি। গানের কথাগুলো অসাধারণ। কুমিল্লার উদীয়মান ও প্রতিভাবান শিল্পী পরান আহসান তার দারাজ কন্ঠে গানটি গেয়েছেন। বাংলাদেশের বর্তমান প্রজন্মের অসম্ভব জনপ্রিয় সংগীত পরিচালক মুশফিক লিটু এই গানটির কম্পোজ করেছেন, এই গানের গীতিকার মহসিন মিয়া গানটি নিয়ে অনেক আশাবাদী। আমার বিশ্বাস দেশকে যারা ভালোবাসেন এবং প্রকৃত দেশপ্রেম যাদের ভেতরে বিদ্যমান তারা এই গানটিকে সাদরে গ্রহণ করবে। আমি সকল শ্রোতাদেরকে আমার অন্তস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’ গায়ক পরান আহসান বলেন- ‘প্রচলিত প্রেম-ভালোবাসার গানের পাশাপাশি দেশ ও সমাজের জন্য কল্যাণকর কর্মকাণ্ডে অংশগ্রহণ করাটা প্রতিটা শিল্পীর দায়বদ্ধতা। অনুরুপ ভাবে দেশ বরেণ্য ব্যাক্তিবর্গের স্মরণে গান গাওয়া বা গানে গানে তাদের ত্যাগ ও অবদানের কথা নতুন প্রজন্মের কাছে পৌছে দেয়াটাও একই রকম দায়িত্ব। মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে গান গাওয়াটা পরম গর্বের বিষয়। "জাতীয়তাবাদ জিয়ার আবাদ" গানটি গাইবার জন্য আমাকে মনোনিত করায় গীতিকার মহসিন মিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গানের সুরকার এস এ কিরণও সুন্দর সাবলীল সুর দিয়েছেন,তাই তাকে সাধুবাদ। যত্নসহকারে গানের সংগীতয়োজনের জন্য মুশফিক লিটু ভাইকেও ধন্যবাদ। আশা করি গানটি সবার ভালো লাগবে।” |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |